আবু নাছেরের ক্যামেরায় তাসনুভা শিশির
দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক তাসনুভা আনান শিশির। স্বাধীনতার ৫০ বছরে দেশে এই প্রথম টেলিভিশনে সংবাদ উপস্থাপক হয়েছেন এই ট্রান্সজেন্ডার নারী। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠ করে আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তারও আগে থেকে তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। থিয়েটার, সিনেমা ও মডেলিংয়ে তিনি কাজ করেছেন। তবে এবারই প্রথম দাঁড়ালেন দেশের বিখ্যাত ফটোগ্রাফার আবু নাছেরের ক্যামেরার সামনে। এই ফটোগ্রাফার তার ফটোগ্রাফি জীবনের ২৫ বছর উদযাপন করছেন বিভিন্নভাবে। তারই অংশ হিসাবে এই ফ্যাশননির্ভর ফটোশ্যুটের আয়োজন করা হয়।
তাসনুভা আনান বলেন, ‘নিজের কাজের বাইরে মডেলিং বিষয়ক কাজ করতে ভালোলাগে। তাছাড়া এই কাজের মাধ্যমে আমার কমিউনিটিকে সুন্দরভাবে সমাজের কাছে উপস্থাপনের সুযোগ পাই। আবু নাসেরের মতো মেধাবী ফটোগ্রাফারের ক্যামেরায় নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছি।’
১৯৯৪ সালে ডেবিট বারিকদারের সহকারি হিসাবে আবু নাছেরের ফটোগ্রাফির পথ চলা শুরু। তার ঝুলিতে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক অনেক কাজ। অনেক নতুন মুখ মিডিয়াতে এসেছেন তার হাত ধরে।
তিনি বলেন, ‘শুধুমাত্র জেন্ডার দিয়ে কারও পরিচয় বিবেচনা করা ঠিক নয়। তাকে বিবেচনা করা দরকার প্রতিভা এবং তার কাজ দিয়ে। বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা হিসাবে তাসনুভা আনান শিশির একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য এই প্রয়াস।’
সংবাদটি সম্পন্ন দেখুন : https://www.deshrupantor.com/lifestyle/2021/11/16/327804