Tashnuva Anan

News Anchor

Transgender Rights Activist

Model

Actress

Tashnuva Anan

News Anchor

Transgender Rights Activist

Model

Actress

Blog Post

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে তাসনুভা শিশির

November 30, 2021 বাংলা
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে তাসনুভা শিশির

নিজস্ব প্রতিবেদক: গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে টেলিভিশনে সংবাদ পাঠ করে বিশ্বজুড়ে মনোযোগ কাড়েন তাসনুভা আনান শিশির। সেদিন বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠ করেন তিনি। ইতিহাস গড়ার সেই মুহূর্তটি এবার জায়গা পেল প্রভাবশালী আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম-এ।

ম্যাগাজিনটির বর্ষসেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে সংবাদ পাঠের প্রথম দিনে তাসনুভার আনন্দময় মুহূর্তের ছবি। রীতি অনুযায়ী প্রতিবছরের শেষ দিকে বিশ্বজুড়ে আলোচিত ১০০ ঘটনার ছবি প্রকাশ করে টাইম ম্যাগাজিন।

তাসনুভার ছবিটি তুলেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী মুনির-উজ-জামান। ফরাসি বার্তা সংস্থা এএফপির হয়ে তোলা ছবিটিতে দেখা যায়, বৈশাখী টেলিভিশনের বার্তা কক্ষে সংবাদ পাঠের জন্য প্রস্তুত তাসনুভা। তার পাশে দাঁড়িয়ে আছেন চার নারী সহকর্মী। গত ৮ই মার্চ বৈশাখী টেলিভিশনের দুপুর ১২টার সংবাদ পাঠ করে ইতিহাস গড়েন তাসনুভা আনান শিশির।

নিউজটি সম্পন্ন পড়তে ক্লিক করুন