Tashnuva Anan

News Anchor

Transgender Rights Activist

Model

Actress

Tashnuva Anan

News Anchor

Transgender Rights Activist

Model

Actress

Blog Post

নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন তাসনুভা আনান

February 15, 2022 বাংলা
নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন তাসনুভা আনান

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিউইয়র্ক সিটি ফ্যাশন উইকে অংশ নিলেন তাসনুভা আনান শিশির। এ আয়োজনে মডেল হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। নিউইয়র্কের সিলাম গ্যালারিতে বাংলাদেশ সময় রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই শো অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে শিশির জানান, সবাই যেভাবে তাকে গ্রহণ করেছে এতে তিনি অভিভূত।

ফ্যাশনের এই আয়োজনের নাম ‘প্লিৎজ নিউইয়র্ক সিটি ফ্যাশন উইক’। অনুষ্ঠানটির আয়োজক ৎজ, মিউজিকপেস ও ফোর এএম টিভি ইউএসএ। তাসনুভা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শো টাইম মিউজিকের আমন্ত্রণে উত্তর আমেরিকায় সেরা বাংলাদেশি নিউজ প্রেজেন্টার হিসেবে পুরস্কার নিতে সেখানে গিয়েছেন তিনি। যেহেতু সেখানে ওয়ার্ক-পারমিট নেই, তাই অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি।

স্পেনের ডিজাইনার অস্কার গনজালেসের পোশাক পরেছেন তাসনুভা। তিনি জানান, পোশাকের থিম ছিল ভালোবাসা দিবস। লাল, সাদা আর কালো রঙ ব্যবহার করা হয়েছে। এইদিন তিনি দুটি পোশাক পরেছেন। একটা শীতকালের হুডি, আরেকটা গাউন।

উল্লেখ্য, শিশিরের আগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মোনালিসা এবং জান্নাতুল পিয়া নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন।